রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমাধান আসেনি: সালাহউদ্দিন
- সর্বশেষ আপডেট ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 165
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে এখনো কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৯ জুন) তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “গত তিন দিনের আলোচনায় ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ ইস্যুতে আলোচনা হয়েছে। তবে এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।”
তিনি জানান, রাষ্ট্রপতির ক্ষমতা, নির্বাচনের পদ্ধতি এবং নির্বাচকদের গঠন নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। আলোচনা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন বিদ্যমান ব্যবস্থাতেই চায় বিএনপি। প্রস্তাব অনুযায়ী, সরাসরি নির্বাচিত সংসদ সদস্য, উচ্চকক্ষের ১০০ জন এবং নারী আসনের ১০০ সদস্য মিলে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও আলোচনা চলছে। আমাদের প্রস্তাব, পরপর একাধিক মেয়াদে প্রধানমন্ত্রী থাকা যাবে না। স্বৈরাচার রোধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।”
৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, “যেহেতু এটি ওপেন হয়েছে, তাই আমরা মনে করি সংসদ সদস্যরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। সেখানে গোপন ভোট হতে পারে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। দুই-তৃতীয়াংশ ভোটে সংবিধান সংশোধনের বিষয়টি থাকলেও আপার হাউজে পিআর পদ্ধতিতে ভোট হলে প্রয়োজনীয় মেজরিটি আসবে না, তাই আমরা তা সমর্থন করি না।”
বিএনপির এই সিনিয়র নেতা মনে করেন, সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী হলে এনসিসির প্রয়োজনীয়তা কমে যাবে।
































