রাষ্ট্র গুম-খুনের দায় এড়িয়ে পারে না : তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৫:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 41
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের দায় থেকে রাষ্ট্রকে এড়িয়ে যেতে পারবে না। ক্ষমতায় এলে এসব শহীদদের নামে সড়ক নামকরণ করা হবে।
শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
সভায় তিনি বলেন, “বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের পথে এগোচ্ছে। স্বৈরাচারের সময়ে যারা সন্তান বা স্বামী হারিয়েছেন, তাদের জন্য আজও কোনো সান্ত্বনা নেই।”
তারেক রহমান সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন, “কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে দমন করা সম্ভব নয়।
ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার গঠন অপরিহার্য।”
সভাটি গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানাতে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজন করেছিল।
উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
































