ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার উপহার পেলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 55

ছবি : সংগৃহীত

রাশিয়া ফেডারেশন বাংলাদেশকে উপহার হিসেবে ৩০ হাজার টন পটাশ সার প্রদান করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় এ সার হস্তান্তর করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির বিএআরসি মিলনায়তনে রাশিয়ার শীর্ষ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম এই সার বাংলাদেশের কৃষি উন্নয়নে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি খোজিন, ডব্লিউএফপির ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডেভিড থমাস, উরালকেমের হেড অব সেলস দিমিত্রি বোলদিরেভ এবং বিএডিসির চেয়ারম্যান মো. ওসমান ভূঁইয়া। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

প্রধান অতিথি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈশ্বিক খাদ্য ও সার সরবরাহের চ্যালেঞ্জের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিএডিসির কাছে ইউরিয়া ব্যতীত অন্যান্য সারের মজুত ১০.৩৫ লাখ টন, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ।

তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় কৃষি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ধান উৎপাদন ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ, পেঁয়াজ ২২ শতাংশ, সবজি ৩.৭০ শতাংশ এবং সরিষা ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার উপহার পেলো বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৩:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

রাশিয়া ফেডারেশন বাংলাদেশকে উপহার হিসেবে ৩০ হাজার টন পটাশ সার প্রদান করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় এ সার হস্তান্তর করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির বিএআরসি মিলনায়তনে রাশিয়ার শীর্ষ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম এই সার বাংলাদেশের কৃষি উন্নয়নে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি খোজিন, ডব্লিউএফপির ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডেভিড থমাস, উরালকেমের হেড অব সেলস দিমিত্রি বোলদিরেভ এবং বিএডিসির চেয়ারম্যান মো. ওসমান ভূঁইয়া। সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

প্রধান অতিথি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈশ্বিক খাদ্য ও সার সরবরাহের চ্যালেঞ্জের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিএডিসির কাছে ইউরিয়া ব্যতীত অন্যান্য সারের মজুত ১০.৩৫ লাখ টন, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ।

তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় কৃষি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ধান উৎপাদন ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ, পেঁয়াজ ২২ শতাংশ, সবজি ৩.৭০ শতাংশ এবং সরিষা ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।