ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কর্মহীন কর্মচারী

রায়পুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা এখনও শুরু হয়নি

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ১২:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 80

রায়পুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা এখনও শুরু হয়নি

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও কার্যক্রম এখনও চালু হয়নি। বারবার সংবাদ প্রকাশের পরও কর্তৃপক্ষের ছত্রছায়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের তৎপরতার অভাব দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে এমবিএস ডাক্তার নেই, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রাংশ নেই, অথচ প্রায় এক বছর ধরে নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট আর্জিনা খাতুন সরকারি বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করলেও কার্যক্রমে অংশ নিচ্ছেন না।

স্থানীয়রা প্রশ্ন করছেন, কেন জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি চালু না থাকা সত্ত্বেও কর্মহীন ব্যক্তির নিয়োগ দেওয়া হয়েছে।

রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান জানিয়েছেন, মেডিকেল টেকনোলজিস্ট আর্জিনা খাতুনের বেতন উপজেলা মেডিকেল অফিসারের স্বাক্ষরিতভাবে দেওয়া হয়। তিনি জানান, সংবাদ প্রকাশের বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং দ্রুত বদলীর আশ্বাস দেওয়া হয়েছে।

রায়পুরা উপজেলা মেডিকেল অফিসার (এমসিএচ-এফপি) ডাঃ আসাদুজ্জামান আল গালিবও জানিয়েছেন, কেন্দ্রটিতে আর্জিনা খাতুনকে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে। কার্যক্রম এখনও শুরু না হওয়ায় সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

অভিযোগ রয়েছে, কর্মহীন মেডিকেল টেকনোলজিস্ট সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। এলাকাবাসী কর্তৃপক্ষকে এ বিষয়ে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্মহীন কর্মচারী

রায়পুরার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা এখনও শুরু হয়নি

সর্বশেষ আপডেট ১২:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও কার্যক্রম এখনও চালু হয়নি। বারবার সংবাদ প্রকাশের পরও কর্তৃপক্ষের ছত্রছায়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের তৎপরতার অভাব দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটিতে এমবিএস ডাক্তার নেই, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রাংশ নেই, অথচ প্রায় এক বছর ধরে নিয়োগপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট আর্জিনা খাতুন সরকারি বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করলেও কার্যক্রমে অংশ নিচ্ছেন না।

স্থানীয়রা প্রশ্ন করছেন, কেন জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি চালু না থাকা সত্ত্বেও কর্মহীন ব্যক্তির নিয়োগ দেওয়া হয়েছে।

রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান জানিয়েছেন, মেডিকেল টেকনোলজিস্ট আর্জিনা খাতুনের বেতন উপজেলা মেডিকেল অফিসারের স্বাক্ষরিতভাবে দেওয়া হয়। তিনি জানান, সংবাদ প্রকাশের বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং দ্রুত বদলীর আশ্বাস দেওয়া হয়েছে।

রায়পুরা উপজেলা মেডিকেল অফিসার (এমসিএচ-এফপি) ডাঃ আসাদুজ্জামান আল গালিবও জানিয়েছেন, কেন্দ্রটিতে আর্জিনা খাতুনকে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে। কার্যক্রম এখনও শুরু না হওয়ায় সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

অভিযোগ রয়েছে, কর্মহীন মেডিকেল টেকনোলজিস্ট সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। এলাকাবাসী কর্তৃপক্ষকে এ বিষয়ে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।