রায়পুরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা
- সর্বশেষ আপডেট ০৬:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 206
নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। নিয়মিত চিকিৎসা সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সাহেরচর বাজারে অবস্থিত এই পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাব ও ময়লার স্তুপে পরিবেশ নষ্ট হয়ে গেছে। প্রধান গেটও তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটি সপ্তাহের অধিকাংশ দিন বন্ধ থাকে। কর্মরত পরিদর্শকের উপস্থিতি সীমিত এবং আচরণ নিয়েও অসন্তোষ রয়েছে। এমনকি সরকারি ওষুধ স্থানীয় কিছু ফার্মেসিতে বিক্রি হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
একজন নারী সেবাগ্রহীতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এখানে আসলে সেবা মেলে না। সরকারি ওষুধও ঠিকমতো দেওয়া হয় না।”
মাতৃত্বকালীন ছুটিতে থাকা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা লিজা আক্তার জানান, “কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় আছে। কোনো স্টাফ নেই। আমি দ্রুত বদলি নিতে চাই।”
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক হনুফা বেগম বলেন, “প্রতি সপ্তাহে শুধু মঙ্গলবার কেন্দ্রটি খোলা হয়। দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান জানান, “অতিরিক্ত দায়িত্ব থাকায় এখনও কেন্দ্রটি পরিদর্শনে যাওয়া হয়নি। তবে দ্রুতই কেন্দ্রটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



































