রায়পুরায় পরিবার পরিকল্পনা সেবা নিয়ে গাফিলতি
- সর্বশেষ আপডেট ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 512
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নে মিলছে না পরিবার পরিকল্পনা সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দম্পতিরা, ক্ষোভ প্রকাশ করে উঠিয়েছেন নানা অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের রতনপুর ও গোপালপুর গ্রামে নিয়োজিত পরিবার কল্যাণ সহকারী জেরিন জেসমিন জুঁই মাঠ পর্যায়ে না যাওয়ায় সেবা গ্রহণকারীরা মারাত্মক সমস্যায় পড়ছেন। ক্ষুব্ধ মানুষের মুখে শোনা গেছে আরও নানা অভিযোগ।
অনুসন্ধানে জানা যায়, গত কয়েক বছরে রতনপুর ও গোপালপুর গ্রামের কোনো দম্পতিকে তিনি সেবা বা পরামর্শ দিতে দেখা যায়নি।
দম্পতি মাজেদা বেগমসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, “সাহাবুদ্দিনের ছেলের বউ, রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কেরানি মো. ইমরান হোসেনের স্ত্রী জেরিন জেসমিন জুঁই আমাদের গ্রামের মানুষের পরিবার পরিকল্পনা সেবা ও পরামর্শ দেওয়ার জন্য সরকারি চাকরি পেয়েছেন বলে শুনেছি। কিন্তু তাকে আমরা কোনোদিন এলাকায় আসতে দেখিনি, আর সেবা বা পরামর্শ তো দূরের কথা।”
স্থানীয়দের অভিযোগ, ওই ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী জেরিন জেসমিন জুঁইয়ের স্বামী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কেরানির চাকরি করার কারণে স্বামীর ছত্রছায়ায় অফিস ম্যানেজ করে তিনি মাঠ পর্যায়ে না গিয়েও উপজেলার কোয়ার্টারে থেকে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিবার কল্যাণ সহকারী জেরিন জেসমিন জুঁইকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে ফোনে কয়েকবার চেষ্টা করলে প্রথমে পাওয়া যায়নি। পরে তিনি জানান, “জেরিন জেসমিন জুঁইয়ের বিরুদ্ধে সেবা না দেওয়া এবং নিয়মিত ফিল্ডে উপস্থিত না থাকার যে অভিযোগ, সে সম্পর্কে আমি অবগত নই। প্রতি মাসে ১৫ দিন পর পর দুইবার উত্তর বাখরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ৫ জন পরিবার কল্যাণ সহকারীদের নিয়ে নিয়মিত মিটিং করি। বাকি দিনগুলোতে প্রত্যেক পরিবার কল্যাণ সহকারী তাদের নিজ নিজ ইউনিটে কাজ করার কথা।”
রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


































