রায়পুরায় নিবন্ধিত জেলেদের মাঝে ডিজিএফ চাল বিতরণ
- সর্বশেষ আপডেট ০৩:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 113
নরসিংদীর রায়পুরা পৌরসভায় প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলে পরিবারের জীবনযাত্রা সহায়তায় মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ডিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে পৌরসভা কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের এই কার্যক্রমের আওতায় ৮০ জন নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম (বকুল), পৌর প্রকৌশলী রুবেল সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার দে, পৌর প্রধান সহকারী মুহাম্মদ হাসান কবির এবং পৌর কর নির্ধারক জাহাঙ্গীর আলম প্রমুখ।
কর্মসূচির মাধ্যমে ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরায় বিরত থাকা জেলেদের সহায়তা করে তাদের আর্থিক কষ্ট লাঘব করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়।


































