রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ১০
- সর্বশেষ আপডেট ০৩:০০:১২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 118
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর।
নিহত যুবকের নাম মামুন মিয়া (২৫)। তিনি আব্দুল আউয়ালের ছেলে এবং কুয়েতে কর্মরত ছিলেন। মাত্র ১৫ দিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিলক্ষা ইউনিয়নে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে একটি বাজার এলাকায় ফেলু মিয়ার মেয়ের জামাতার সঙ্গে মামুন মিয়ার কথাকাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মামুনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আহতদের মধ্যে মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়াসহ আরও কয়েকজনকে ঢামেকে পাঠানো হয়েছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
































