ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায় প্রমাণ করেছে স্বৈরশাসকরাও আইনের ঊর্ধ্বে নয়

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 73

রায় প্রমাণ করেছে স্বৈরশাসকরাও আইনের ঊর্ধ্বে নয়

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রমাণ করেছে যে, স্বৈরশাসকরাও আইনের ঊর্ধ্বে নয়।

সোমবার (১৭ নভেম্বর) তিনি টাঙ্গাইল শহীদ মিনারে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা না হলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে না।

সাইফুল হক আরও বলেন, সংবিধান ও প্রশাসনের সংস্কার, দুর্বৃত্ত অর্থনীতির অবসান ও অধিকার প্রতিষ্ঠা না হলে ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে।

অধ্যাপক ও নেতারা মওলানা ভাসানীর সংগ্রামী স্মৃতিকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি করেন। সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায় প্রমাণ করেছে স্বৈরশাসকরাও আইনের ঊর্ধ্বে নয়

সর্বশেষ আপডেট ০৯:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রমাণ করেছে যে, স্বৈরশাসকরাও আইনের ঊর্ধ্বে নয়।

সোমবার (১৭ নভেম্বর) তিনি টাঙ্গাইল শহীদ মিনারে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা না হলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে না।

সাইফুল হক আরও বলেন, সংবিধান ও প্রশাসনের সংস্কার, দুর্বৃত্ত অর্থনীতির অবসান ও অধিকার প্রতিষ্ঠা না হলে ভবিষ্যতে আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে।

অধ্যাপক ও নেতারা মওলানা ভাসানীর সংগ্রামী স্মৃতিকে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি করেন। সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।