রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সোহেল তাজ!
- সর্বশেষ আপডেট ০৭:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 42
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আবারও যুক্তরাষ্ট্র যাচ্ছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দেশ ছাড়ার কথা জানিয়েছেন তিনি নিজেই ফেসবুকে এক পোস্টে।
পোস্টে সোহেল তাজ লিখেছেন, “মগের মুল্লুক হতভাগা একটা দেশ—খেলোয়াড় পরিবর্তন হয়, কিন্তু খেলা একই থেকে যায়। আজ রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব। দেখা যাক এবার কী হয়, সব কিছু জানাবো।”
এর আগে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’র কারণে গত ২৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন তার বোন মাহজাবিন আহমদ মিমি। তাই এবার হাইকোর্টের নির্দেশনাসহ দেশ ছাড়ছেন তিনি।
সোহেল তাজ ২০০১ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে পুনরায় জয়ী হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন।
তবে ওই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগপত্র দেন, যা প্রাথমিকভাবে গ্রহণ না হলেও ৭ জুলাই তা কার্যকর হয়।
রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে সোহেল তাজ জানান, তার কাজ ও সিদ্ধান্তে ‘বাধা সৃষ্টি’ এবং ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছিল। এসব কারণেই তিনি সরকারি দায়িত্ব ও সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে তিনি আর রাজনীতিতে সক্রিয় নন।
































