ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ০৮:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 63

সড়ক দুর্ঘটনা

রাজশাহীর চারঘাট উপজেলায় শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন বন্ধু প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি উপজেলার শিবপুর এলাকায় ঘটেছে।

নিহতরা হলেন তুহিন আলী (২৫), মারুফ আলী (১৮) ও শিমুল আলী (২৫)। তারা যথাক্রমে শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে, মানসুর রহমানের ছেলে ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এরপর পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যান, আর মারুফকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

সর্বশেষ আপডেট ০৮:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

রাজশাহীর চারঘাট উপজেলায় শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন বন্ধু প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি উপজেলার শিবপুর এলাকায় ঘটেছে।

নিহতরা হলেন তুহিন আলী (২৫), মারুফ আলী (১৮) ও শিমুল আলী (২৫)। তারা যথাক্রমে শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে, মানসুর রহমানের ছেলে ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এরপর পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যান, আর মারুফকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।