ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ০১:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 90

রাজশাহী কারাগারে কয়েদির মৃত্যু

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সাজেদুল ইসলাম ইজদার (৪৫) নামের এক কয়েদি মারা গেছেন। মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের সাজদার রহমানের ছেলে।

গত ২৩ আগস্ট রাতে কয়েদি সাজেদুল ইসলামের বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে মেডিকেলের ৩২ নং ওয়ার্ডে এবং পরে ৪২ নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে সাজেদুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, চিকিৎসকরা জানিয়েছেন, কয়েদি সাজেদুল গুরুতর হৃদরোগে আক্রান্ত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। মঙ্গলবার সকালে কারা বিধি অনুযায়ী তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত সাজেদুল ইসলামের ভাই রবিউল ইসলাম জানান, “আমার ভাই সাজেদুল ইসলাম আম ও কাঠের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ঋণ নিয়েছিলেন। কিন্তু ব্যবসায় বিপুল লোকসান হওয়ায় সেসব ঋণ আর পরিশোধ করতে পারেননি। পরে চেক প্রতারণার চারটি মামলা হয় আদালতে। একটি মামলায় তাকে এক বছর, দ্বিতীয়টিতে ৬ মাস, তৃতীয়টিতে চার মাস ও চতুর্থটিতে ৫ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়েছিল। আগামী ২৬ নভেম্বর তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহী কারাগারে কয়েদির মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সাজেদুল ইসলাম ইজদার (৪৫) নামের এক কয়েদি মারা গেছেন। মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের সাজদার রহমানের ছেলে।

গত ২৩ আগস্ট রাতে কয়েদি সাজেদুল ইসলামের বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে মেডিকেলের ৩২ নং ওয়ার্ডে এবং পরে ৪২ নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে সাজেদুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, চিকিৎসকরা জানিয়েছেন, কয়েদি সাজেদুল গুরুতর হৃদরোগে আক্রান্ত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। মঙ্গলবার সকালে কারা বিধি অনুযায়ী তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত সাজেদুল ইসলামের ভাই রবিউল ইসলাম জানান, “আমার ভাই সাজেদুল ইসলাম আম ও কাঠের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ঋণ নিয়েছিলেন। কিন্তু ব্যবসায় বিপুল লোকসান হওয়ায় সেসব ঋণ আর পরিশোধ করতে পারেননি। পরে চেক প্রতারণার চারটি মামলা হয় আদালতে। একটি মামলায় তাকে এক বছর, দ্বিতীয়টিতে ৬ মাস, তৃতীয়টিতে চার মাস ও চতুর্থটিতে ৫ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়েছিল। আগামী ২৬ নভেম্বর তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।”