তারেক রহমান
রাজনৈতিক বিতর্ক নয়, উন্নয়ন ও জনকল্যাণেই বিএনপির অগ্রাধিকার
- সর্বশেষ আপডেট ০৮:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 12
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে আলোচনা না করে জনগণের জীবনমান উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমি চাইলে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। মানুষের উপকার হবে তখনই, যখন আমরা পরিকল্পিতভাবে উন্নয়ন করতে পারব।”
রবিবার (২৫জানুয়ারী) ফেনীতে এক জনসভায় তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, কৃষি সহায়তা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমেই মানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব। এসব পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করা হবে।
তারেক রহমান জানান, নিম্নআয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে গৃহিণীরা মাসিক আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য খাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ কর্মী নিয়োগ করা হবে। এতে সাধারণ রোগের জন্য মানুষকে হাসপাতালে যেতে হবে না। ফেনীসহ লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলে মেডিকেল কলেজ স্থাপনসহ স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
বন্যা মোকাবিলায় পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এক বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় সারা দেশে খাল খনন করা হবে। এতে কৃষি ও বসতভিটা রক্ষা পাবে।
যুব কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রামের ইপিজেডের মতো ফেনী অঞ্চলেও শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদেশগামী শ্রমিকদের জন্য ভাষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা বেশি বেতনে কাজ করতে পারেন এবং দেশে বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন।
তিনি বলেন, “আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য। যা বলি, তা বাস্তবায়নের চেষ্টা করব। জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস।”
সমাবেশে তিনি বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে সংঘটিত আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাতের কথাও তুলে ধরেন।
তারেক রহমান আরও বলেন, গত ১৫ বছর মানুষের মতপ্রকাশ ও ভোটাধিকার দমন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশের জন্য একটি নতুন সুযোগ তৈরি হয়েছে।






























