রাজনীতিতে আসার কারণ জানালেন মীর স্নিগ্ধ
- সর্বশেষ আপডেট ০১:১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 103
বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেওয়ার পর নানা আলোচনা-সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পোস্টে তিনি রাজনীতিতে আসার কারণ তুলে ধরেন।
স্নিগ্ধ লেখেন, “গত কয়েক দিন ধরে আপনাদের সব মন্তব্য পড়েছি—একটাও বাদ দিইনি। কেউ ভালোবাসা দিয়েছেন, কেউ আবার রাগে গালিও দিয়েছেন। কিন্তু সত্যি বলতে, এসব কথায় আমার রাগ হয়নি। বরং ভালো লেগেছে, কারণ মানুষ রাগ দেখায় তার কাছের মানুষকেই। আপনাদের রাগ, অভিমান—সবই আমার প্রতি ভালোবাসার প্রকাশ।”
তিনি বলেন, “আমি তো রাজনীতিবিদ হয়ে জন্মাইনি। কয়েক মাস আগেও আমি আপনাদের মতোই সাধারণ এক তরুণ ছিলাম। কিন্তু জুলাইয়ের সেই দিন, সেই একটি গুলি—সবকিছু ওলটপালট করে দিয়েছে। সেই দিনের পর বুঝেছি, শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না। বিচার চাইলে, সিস্টেমটা বদলাতে হবে। আর সেই পরিবর্তন আনতেই রাজনীতিতে এসেছি।”
সমালোচকদের উদ্দেশে স্নিগ্ধ লেখেন, “অনেকে বলেন আমি ভাইয়ের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছি। জানেন, এসব শুনে মনে হয়, ওই গুলিটা যদি আমার লাগত, হয়তো ভালো হতো। কিন্তু এখন আমার দায়িত্ব—মুগ্ধের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করা।”
নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করে স্নিগ্ধ বলেন, “আমি অভিজ্ঞ নই, রাজনীতিতে নতুন। হয়তো ভুল করব, হোঁচট খাবও। কিন্তু আমার ভুল হলে আপনারা গালি দিন, শাসন করুন, ঠিক পথে ফিরিয়ে দিন। আপনাদের এই অভিমানই আমার শক্তি।”
তিনি আরও যোগ করেন, “যারা আমাকে ভালোবাসেন আর যারা ঘৃণা করেন—সবাই আসলে একটাই জিনিস চান, মুগ্ধের আত্মত্যাগ বৃথা না যাক। আমিও সেই লড়াইয়ে আছি। আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি এসেছি আমাদের হারানো ভাই-বোনদের অসমাপ্ত যাত্রার সঙ্গী হতে।”
সবশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্নিগ্ধ লিখেছেন, “আমি হেরে গেলে, আপনি হেরে গেলে, আমরা সবাই হেরে যাব। হারবে মুগ্ধ, হারবে জুলাই। তাই আসুন, একবার বিশ্বাস করে পাশে দাঁড়াই—শেষ পর্যন্ত।”
































