ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আবারও বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 50

রাজধানীতে আবারও বাসে আগুন

রাজধানীতে আবারও দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

এর আগের দিন সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসেও আগুন দেওয়া হয়, যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। একইদিন মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত দুই দিনে রাজধানীতে মোট ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে আবারও বাসে আগুন

সর্বশেষ আপডেট ০৮:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

রাজধানীতে আবারও দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

এর আগের দিন সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসেও আগুন দেওয়া হয়, যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। একইদিন মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত দুই দিনে রাজধানীতে মোট ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।