ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার, নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
  • সর্বশেষ আপডেট ০৩:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 69

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার, নিয়োগ পরীক্ষা স্থগিত

রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের অধীনে আগামীকালের নিয়োগ পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোটাবিরোধী ঐক্যজোটও হরতাল দুপুর দুইটার পর প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “শুক্রবারের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং কেন্দ্রে যাতায়াতের বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হলো।”

সংগঠনের নেতা নুরুল আলম জানান, তারা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। তবে তাদের ছয় দফা দাবি বিষয়ে জেলা পরিষদের স্পষ্ট সিদ্ধান্তের জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি বলেন, “দুপুর দুইটা থেকে হরতাল প্রত্যাহার করা হচ্ছে।”

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা বিধান থাকলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তা মানছে না। বরং তারা ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটা মেনে নিয়োগ কার্যক্রম চালাতে চাচ্ছে। এ প্রথা বৈষম্যমূলক বলে তারা মনে করেন।

এর ফলে, একই নিয়োগ পরীক্ষা ইতোমধ্যে চারবার স্থগিত হয়েছে। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২১ মে, ২০২৫ সালের ১১ নভেম্বর এবং পরীক্ষার একদিন আগে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছিল।

উল্লেখ্য, বুধবার কোটাবিরোধী ঐক্যজোট বৃহস্পতিবার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার, নিয়োগ পরীক্ষা স্থগিত

সর্বশেষ আপডেট ০৩:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের অধীনে আগামীকালের নিয়োগ পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোটাবিরোধী ঐক্যজোটও হরতাল দুপুর দুইটার পর প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।

চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “শুক্রবারের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং কেন্দ্রে যাতায়াতের বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হলো।”

সংগঠনের নেতা নুরুল আলম জানান, তারা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। তবে তাদের ছয় দফা দাবি বিষয়ে জেলা পরিষদের স্পষ্ট সিদ্ধান্তের জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করা হবে। তিনি বলেন, “দুপুর দুইটা থেকে হরতাল প্রত্যাহার করা হচ্ছে।”

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা বিধান থাকলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তা মানছে না। বরং তারা ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটা মেনে নিয়োগ কার্যক্রম চালাতে চাচ্ছে। এ প্রথা বৈষম্যমূলক বলে তারা মনে করেন।

এর ফলে, একই নিয়োগ পরীক্ষা ইতোমধ্যে চারবার স্থগিত হয়েছে। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২১ মে, ২০২৫ সালের ১১ নভেম্বর এবং পরীক্ষার একদিন আগে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছিল।

উল্লেখ্য, বুধবার কোটাবিরোধী ঐক্যজোট বৃহস্পতিবার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল।