ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন পেছালো; ষষ্ঠীতে ভোটগ্রহণ, শিক্ষার্থীদের ক্ষোভ

রাবি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৩:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 158

রাবির ভোট গ্রহনের নতুন তারিখ ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ ঘোষণা দেন।

তবে ২৮ সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার। ফলে ভোটে তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনও।

সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ২৪ থেকে ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা ২৮ সেপ্টেম্বর। রাবির একাডেমিক ভবনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, “প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি, নির্বাচনে নিরাপত্তা এবং প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন করতে সময় লাগবে—এসব কারণে ভোটের তারিখ পেছানো হয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, “কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের নির্বাচন কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়।”

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।

এর আগে, ২৮ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী ১৫ সেপ্টেম্বর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাকসু নির্বাচন পেছালো; ষষ্ঠীতে ভোটগ্রহণ, শিক্ষার্থীদের ক্ষোভ

সর্বশেষ আপডেট ০৩:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ ঘোষণা দেন।

তবে ২৮ সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার। ফলে ভোটে তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনও।

সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ২৪ থেকে ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ থেকে ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা ২৮ সেপ্টেম্বর। রাবির একাডেমিক ভবনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, “প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি, নির্বাচনে নিরাপত্তা এবং প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন করতে সময় লাগবে—এসব কারণে ভোটের তারিখ পেছানো হয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, “কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকের নির্বাচন কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়।”

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।

এর আগে, ২৮ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী ১৫ সেপ্টেম্বর।