ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে বিএনপির মনোনয়নে আলোচনায় ১৮ খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 77

শেষ মুহূর্তে প্রার্থী বদল করেছে বিএনপি। ৫ আগস্টের পর যে দুজনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, মনোনয়ন পেয়েছেন সেই দুজনই। প্রথমে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাঁর বদলে রোববার রাতে মনোনয়নের চিঠি পেয়েছেন গোলাম আকবর খোন্দকার। তবে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির আসল প্রার্থী কে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘রাউজান আসনে আপাতত গোলাম আকবর ও গিয়াস উদ্দিন কাদের উভয়ে বিএনপির প্রার্থী হিসেবে থাকবেন। প্রত্যাহারের সময় একজনকে চূড়ান্ত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পছন্দের আসন ছিল চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং)। শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে বিএনপি মনোনয়ন দিয়েছে সাঈদ আল নোমানকে। রাজনীতিতে তিনি নবাগত। একইভাবে প্রার্থী বদল হয়েছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও। তিনটি আসনে প্রার্থী বদল হওয়ায় এর প্রভাব পড়বে চারটি আসনের ভোটের সমীকরণে।

সীতাকুণ্ডে এখন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় চ্যালেঞ্জে পড়বেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিক। বন্দর-পতেঙ্গা আসনেও জামায়াতের প্রার্থী শফিউল আলমের চিন্তা বাড়িয়ে দিয়েছেন আমীর খসরু। এই দুটি আসনে জামায়াত যাদের প্রার্থী করেছে, তাদের তুলনায় প্রভাবশালী বিএনপির এ দুই নেতা।

প্রার্থী মনোনয়নে আলোচনায় রাউজানের ১৮ খুন: গত ১৬ মাসে রাউজানে ১৮ জন খুন হয়েছেন। এর মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল ১৩টি। যারা খুন হয়েছেন, তারা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কিংবা গোলাম আকবর খোন্দকারের অনুসারী ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাউজানে বিএনপির মনোনয়নে আলোচনায় ১৮ খুন

সর্বশেষ আপডেট ১২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

শেষ মুহূর্তে প্রার্থী বদল করেছে বিএনপি। ৫ আগস্টের পর যে দুজনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, মনোনয়ন পেয়েছেন সেই দুজনই। প্রথমে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাঁর বদলে রোববার রাতে মনোনয়নের চিঠি পেয়েছেন গোলাম আকবর খোন্দকার। তবে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির আসল প্রার্থী কে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘রাউজান আসনে আপাতত গোলাম আকবর ও গিয়াস উদ্দিন কাদের উভয়ে বিএনপির প্রার্থী হিসেবে থাকবেন। প্রত্যাহারের সময় একজনকে চূড়ান্ত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পছন্দের আসন ছিল চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং)। শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে বিএনপি মনোনয়ন দিয়েছে সাঈদ আল নোমানকে। রাজনীতিতে তিনি নবাগত। একইভাবে প্রার্থী বদল হয়েছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও। তিনটি আসনে প্রার্থী বদল হওয়ায় এর প্রভাব পড়বে চারটি আসনের ভোটের সমীকরণে।

সীতাকুণ্ডে এখন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় চ্যালেঞ্জে পড়বেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিক। বন্দর-পতেঙ্গা আসনেও জামায়াতের প্রার্থী শফিউল আলমের চিন্তা বাড়িয়ে দিয়েছেন আমীর খসরু। এই দুটি আসনে জামায়াত যাদের প্রার্থী করেছে, তাদের তুলনায় প্রভাবশালী বিএনপির এ দুই নেতা।

প্রার্থী মনোনয়নে আলোচনায় রাউজানের ১৮ খুন: গত ১৬ মাসে রাউজানে ১৮ জন খুন হয়েছেন। এর মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল ১৩টি। যারা খুন হয়েছেন, তারা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কিংবা গোলাম আকবর খোন্দকারের অনুসারী ছিলেন।