বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
- সর্বশেষ আপডেট ০৪:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 102
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চমেক হাসপাতালের এক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয় এবং তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাউজান থানার এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে ওসি নিজে গেছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুলির পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে, পাশাপাশি আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।































