টাইগারদের কাছেই শিখুক
রমিজ রাজার চোখে অপদার্থ পাকিস্তান
- সর্বশেষ আপডেট ০৭:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 296
টি-টোয়েন্টিতে এমন আত্মবিশ্বাসী বাংলাদেশকে হয়তো আগেই দেখেনি বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮ রানে জিতে ইতিহাস গড়েছে টাইগাররা।
এই পরাজয় সহজভাবে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ বাংলাদেশকে বাহবা দেওয়ার পাশাপাশি পাকিস্তান দলের পারফরম্যান্সকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন তিনি। এক কথায় বলেছেন, পাকিস্তান ক্রিকেট দল অপদার্থ।
রমিজ সরাসরিই বলেছেন, “বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিক্ষা দিল; কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয়, সেটা শিখিয়েছে তারা। নিজেদের মাঠে গ্যালারি ভরা ছিল, খেলোয়াড়দের স্পিরিট ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জাকের আলীর ইনিংসটি ছিল অসাধারণ লড়াকু।”
১৩৪ রানের লক্ষ্যে নেমে প্রথম ৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে শেষদিকে আশা জোগান ফাহিম আশরাফ। তার ৩২ বলে ৫১ রানের দারুণ ইনিংস কিছুটা উত্তেজনা ফিরিয়ে আনলেও তা জয় এনে দিতে পারেনি।
রমিজের মতে, “শেষদিকে বাংলাদেশ কিছু ক্যাচ ফেলেছিল। যদি ফাহিম আরও কিছুক্ষণ টিকে থাকতে পারতো, তাহলে ফল ভিন্ন হতে পারতো। তবে নিজেদের জন্য পাকিস্তানই কাজটা কঠিন করে তুলেছে।”
বাংলাদেশের টেম্পারমেন্ট, মাঠের আচরণ এবং পরিকল্পনার প্রশংসা করে রমিজ বলেন, “দলীয় আত্মবিশ্বাস দেখাল বাংলাদেশ। ঘরের মাঠের কন্ডিশন বুঝে ম্যাচ পড়ে খেলা; এটাই আধুনিক ক্রিকেটের চাবিকাঠি। পাকিস্তান সেখানেই বারবার ব্যর্থ।”
বাংলাদেশের জন্য এটি শুধু আরেকটি জয় নয়, বরং ক্রিকেটীয়ভাবে প্রতিষ্ঠার একটি মুহূর্ত। যেভাবে পরিকল্পিত বোলিংয়ে পাকিস্তানকে চাপে রেখেছে তাসকিন-মুস্তাফিজরা, তেমনই সময়মতো ব্যাট হাতে দায়িত্ব পালন করেছেন লিটন, জাকের ও শান্ত।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুরেই। সেই ম্যাচে জয় পেলে পাকিস্তানকে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে ওয়ানডে ও ২০২৪ সালে পাকিস্তানে টেস্ট সিরিজে ধবলধোলাই করে টাইগাররা।
এবার পালা টি-টোয়েন্টির। আর সেটা হলে হবে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক অভাবনীয় বিপর্যয়; একটি নির্দিষ্ট দেশের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ হার!
































