ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 24

সরকার আশা করছে, রমজান শুরুর আগে দেশের এলপিজি ঘাটতি কেটে যাবে। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠকে আশ্বস্ত করেন, বাজার স্বাভাবিক করতে সরকারের সর্বাত্মক সমন্বয় অব্যাহত থাকবে।

সচিবালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত জরুরি বৈঠকে এলপিজি অপারেটররা জানান, রমজানের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে। বৈঠকে জ্বালানি উপদেষ্টা সবাইকে নির্দেশ দেন যে জাতীয় নির্বাচনপূর্ব এবং রমজানকালে এলপিজি সরবরাহের কোনো ঘাটতি যেন না হয়।

তিনি বলেন, “জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা যেসব আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সরকার এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।”

অপারেটররা জানায়, আন্তর্জাতিক বাজারে বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছু বিলম্ব হয়েছে। তবে তারা অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেন। জানুয়ারি মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ হলে সংকট অনেকটাই কাটবে বলে তারা আশ্বস্ত করেছেন।

বৈঠকে জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রমজানের আগেই এলপিজি সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

সরকার আশা করছে, রমজান শুরুর আগে দেশের এলপিজি ঘাটতি কেটে যাবে। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠকে আশ্বস্ত করেন, বাজার স্বাভাবিক করতে সরকারের সর্বাত্মক সমন্বয় অব্যাহত থাকবে।

সচিবালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত জরুরি বৈঠকে এলপিজি অপারেটররা জানান, রমজানের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে। বৈঠকে জ্বালানি উপদেষ্টা সবাইকে নির্দেশ দেন যে জাতীয় নির্বাচনপূর্ব এবং রমজানকালে এলপিজি সরবরাহের কোনো ঘাটতি যেন না হয়।

তিনি বলেন, “জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা যেসব আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সরকার এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।”

অপারেটররা জানায়, আন্তর্জাতিক বাজারে বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছু বিলম্ব হয়েছে। তবে তারা অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেন। জানুয়ারি মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা পূরণ হলে সংকট অনেকটাই কাটবে বলে তারা আশ্বস্ত করেছেন।

বৈঠকে জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।