যেসব তারকার ব্যাংক হিসাব জব্দ হয়েছে
- সর্বশেষ আপডেট ০৩:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 252
শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর এবং নুসরাত ইমরোজ তিশার মতো তারকারা।
এনবিআরের কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দের কথা জানানো হয়েছে। ১৫ জুন প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে।
রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কর পরিশোধে গাফিলতির কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ কেউ এরই মধ্যে বকেয়া কর পরিশোধ করেছেন, কেউ আবার সময় চেয়ে নিয়েছেন। তিনি বলেন, “যেই মুহূর্তে কর পরিশোধ করবেন, সঙ্গে সঙ্গে ব্যাংক হিসাব সচল হবে।”
তালিকায় থাকা কিছু তারকা বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। অভিনেত্রী মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নুসরাত ফারিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।




































