ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে শোকে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 467

সাবেক প্রতিমন্ত্রী পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে পলককে আদালতের এজলাসে তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন। উপস্থিত সবাই দেখেন, তাঁর চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরছে।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, “আজ পলককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। আদালতে এসে তিনি জানতে পারেন, তাঁর নির্বাচনী এলাকার কয়েকজন পরিচিত মানুষ মারা গেছেন। এই সংবাদে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।”

এর আগে, গত বছরের ৬ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে পলককে আটক করে পুলিশ। পরবর্তীতে তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন এবং রিমান্ডে নেয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে শোকে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

সর্বশেষ আপডেট ১২:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে পলককে আদালতের এজলাসে তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন। উপস্থিত সবাই দেখেন, তাঁর চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরছে।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, “আজ পলককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। আদালতে এসে তিনি জানতে পারেন, তাঁর নির্বাচনী এলাকার কয়েকজন পরিচিত মানুষ মারা গেছেন। এই সংবাদে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।”

এর আগে, গত বছরের ৬ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে পলককে আটক করে পুলিশ। পরবর্তীতে তিনি একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন এবং রিমান্ডে নেয়া হয়।