ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে ভুলে বাতিল হবে পোস্টাল ব্যালটের ভোট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 53

পোস্টাল ব্যালটে

পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত না পাঠালে সেই ভোট গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কমিশন।

সোমবার (১২ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালট অবশ্যই সংশ্লিষ্ট দেশের সরকারি ডাক বিভাগের চ্যানেল ব্যবহার করে পাঠাতে হবে। কমিশনের ভাষ্য অনুযায়ী, প্রতিটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের নির্ধারিত চ্যানেলের বাইরে অন্য কোনো মাধ্যমে পাঠানো ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করবেন না।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারই প্রথম প্রবাসী ভোটারদের পাশাপাশি ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ পদ্ধতিতে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধিত ভোটারদের মধ্যে দেশে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে ভুলে বাতিল হবে পোস্টাল ব্যালটের ভোট

সর্বশেষ আপডেট ০৮:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত না পাঠালে সেই ভোট গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে কমিশন।

সোমবার (১২ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালট অবশ্যই সংশ্লিষ্ট দেশের সরকারি ডাক বিভাগের চ্যানেল ব্যবহার করে পাঠাতে হবে। কমিশনের ভাষ্য অনুযায়ী, প্রতিটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের নির্ধারিত চ্যানেলের বাইরে অন্য কোনো মাধ্যমে পাঠানো ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করবেন না।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারই প্রথম প্রবাসী ভোটারদের পাশাপাশি ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ পদ্ধতিতে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধিত ভোটারদের মধ্যে দেশে অবস্থানরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।