ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে দ্বিগুণ পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১১:১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 99

ফাইল ছবি

ক্রমান্বয়ে পেঁয়াজের দাম বাড়েই চলছে। এতে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। কয়েকদিনের ব্যবধানে এই পণ্যের দাম দ্বিগুণ হওয়ায় নানা প্রশ্ন তুলছেন সাধারণ ক্রেতারা।

বাজারে দেখা গেছে, খুচরা পর্যায়ে বুধবার মান ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। পাইকারি বাজারে যার মূল্য ৯৫ থেকে ১০৫ টাকা।

ব্যবসায়ীরা বলছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ এবং মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়তি।

খুচরা বাজার ও মুদি দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁয়াজের দাম গেল সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিনই কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে। গতকাল বেচছি ১০০ টাকা, আজ মান ভেদে ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজার থেকে যে দামে আমরা কিনতে পারি সেভাবেই তো বিক্রি করব। দাম কয়দিনের মধ্যেই বাড়ছে।

পাইকারি ব্যবসায়ী এবং পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, ভারতীয় পেঁয়াজের আইপি বা আমদানি অনুমতি অনেকদিন ধরে বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। তাদের মতে, চাহিদার সঙ্গে মিল রেখে কয়েকদিনের মধ্যে যদি যোগান না বাড়ে তাহলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম আরও বাড়তে পারে।

মালিবাগের বাসিন্দা হোসেন বলেন, গত সপ্তাহে পেঁয়াজ কিনেছি ৬০ টাকা কেজি, আজ কিনলাম ১২০ টাকা দিয়ে। হঠাৎ করেই দাম অনেক বেড়ে গেল।

ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, সরকারের উচিত আমাদের আমদানি নীতিটা একেবারে ফিক্সড না করা। অর্থাৎ যখন লোকাল প্রোডাক্ট থাকবে তখন আমদানি নিরুৎসাহিত করা, আবার যখন থাকবে না তখন আমদানির সুযোগ দেওয়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে দ্বিগুণ পেঁয়াজের দাম

সর্বশেষ আপডেট ১১:১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ক্রমান্বয়ে পেঁয়াজের দাম বাড়েই চলছে। এতে বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। কয়েকদিনের ব্যবধানে এই পণ্যের দাম দ্বিগুণ হওয়ায় নানা প্রশ্ন তুলছেন সাধারণ ক্রেতারা।

বাজারে দেখা গেছে, খুচরা পর্যায়ে বুধবার মান ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। পাইকারি বাজারে যার মূল্য ৯৫ থেকে ১০৫ টাকা।

ব্যবসায়ীরা বলছে, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ এবং মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়তি।

খুচরা বাজার ও মুদি দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁয়াজের দাম গেল সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিনই কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে। গতকাল বেচছি ১০০ টাকা, আজ মান ভেদে ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজার থেকে যে দামে আমরা কিনতে পারি সেভাবেই তো বিক্রি করব। দাম কয়দিনের মধ্যেই বাড়ছে।

পাইকারি ব্যবসায়ী এবং পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, ভারতীয় পেঁয়াজের আইপি বা আমদানি অনুমতি অনেকদিন ধরে বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। তাদের মতে, চাহিদার সঙ্গে মিল রেখে কয়েকদিনের মধ্যে যদি যোগান না বাড়ে তাহলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম আরও বাড়তে পারে।

মালিবাগের বাসিন্দা হোসেন বলেন, গত সপ্তাহে পেঁয়াজ কিনেছি ৬০ টাকা কেজি, আজ কিনলাম ১২০ টাকা দিয়ে। হঠাৎ করেই দাম অনেক বেড়ে গেল।

ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, সরকারের উচিত আমাদের আমদানি নীতিটা একেবারে ফিক্সড না করা। অর্থাৎ যখন লোকাল প্রোডাক্ট থাকবে তখন আমদানি নিরুৎসাহিত করা, আবার যখন থাকবে না তখন আমদানির সুযোগ দেওয়া।