ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যে অভিযোগে গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ১১:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 235

গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার

চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

শনিবার (৬ জুলাই ২০২৫) দলের সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন: গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন), টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে তাঁরা বিভিন্ন অনৈতিক এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এজন্য তাঁদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়, সংগঠনের স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বিএনপির অনেক নেতাকর্মী বলছেন, “দলকে কলঙ্কমুক্ত রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত যথাযথ ও প্রশংসনীয়।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে অভিযোগে গাজীপুরে বিএনপির চার নেতা বহিষ্কার

সর্বশেষ আপডেট ১১:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

শনিবার (৬ জুলাই ২০২৫) দলের সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন: গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন), টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে তাঁরা বিভিন্ন অনৈতিক এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এজন্য তাঁদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়, সংগঠনের স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বিএনপির অনেক নেতাকর্মী বলছেন, “দলকে কলঙ্কমুক্ত রাখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত যথাযথ ও প্রশংসনীয়।”