যুবশক্তির ৪১ সদস্যের কমিটি থেকে ৩০ জনের পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 71
নোয়াখালী জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র যুব সংগঠন জাতীয় যুবশক্তির সদ্য ঘোষিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটিতে অস্থিরতা দেখা দিয়েছে। কমিটি ঘোষণা হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে ৩০ জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন।
জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বৃহস্পতিবার জানান, ৩০ নেতার স্বাক্ষরিত সম্মিলিত পদত্যাগপত্র তিনি পেয়েছেন। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখা হয়নি। দীর্ঘদিনের ত্যাগী ও মাঠের পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়ন করা হয়নি এবং বর্তমান কাঠামোর অধীনে জেলা সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়।
পদত্যাগকারীরা বলেন, দলীয় দায়িত্ব ও নৈতিকতার কারণে তারা সম্মিলিতভাবে নোয়াখালী জেলা কমিটির সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জহির আহমেদ আবির, যুগ্ম সদস্য সচিব তামিম উদ্দিন, মেহেদি হাসান অপু, রেহান উদ্দিন অঞ্জন, মোহাম্মদ সজিব, নাহিদা সুলতানা, মোহাম্মদ হোসাইনুল সিয়াম সহ অন্যান্য নেতারা রয়েছেন।
পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, কমিটি গঠনের সময় তাদের মতামত উপেক্ষা করা হয়েছে এবং যোগ্যতার ভিত্তিতে পদ বণ্টন হয়নি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত গণমাধ্যমকে বলেছেন, “কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে, তাই আমরা বৈষম্যের শিকার হয়েছি।”
ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল জানান, ৩০ নেতার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধারাবাহিক পদত্যাগে জেলা পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তারা আশা করছেন, কেন্দ্রীয় কমিটি দ্রুত সমাধান বের করবে ও সাংগঠনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।
































