যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ১৮
- সর্বশেষ আপডেট ১০:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 52
অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দক্ষিণ রাফা ও উত্তর গাজা শহরে একাধিক স্থানে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও চিকিৎসকরা।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাফা সীমান্ত এলাকায় তাদের এক সদস্য আহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে পাল্টা অভিযান চালানো হয়। গাজার বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা একে “বড় ধরনের” আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।
গাজার স্বাস্থ্যকর্মীরা জানান, উত্তর গাজার সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় চারজন নিহত হন। দক্ষিণের খান ইউনিসে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
অন্যদিকে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। সংগঠনটি জানায়, চলমান উত্তেজনার কারণে নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। হামাস সতর্ক করে বলেছে, ইসরায়েলের বড় ধরনের উসকানি চললে মৃতদেহ উদ্ধারের বাকি কার্যক্রম বিলম্বিত হবে।
গাজার আল-শিফা হাসপাতালের আশেপাশেও হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হামলার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে, ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছেন, গাজার বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, “ছোটখাটো সংঘর্ষ” চলতে পারে। তাঁর ভাষায়, “গাজায় কেউ একজন ইসরায়েলি সৈন্যের ওপর হামলা করেছে, ইসরায়েল জবাব দেবে—এটা প্রত্যাশিত। তবুও আমরা আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।”
হামাস জানিয়েছে, রাফায় সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনটি ইসরায়েলের সর্বশেষ হামলাকে “যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন” হিসেবে অভিহিত করে তাৎক্ষণিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে।
































