ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের বাসায় মিলল ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত লাশ

আন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 74

 সাবেক প্রেমিকের বাড়ি থেকে নিকিতা গোডিশালা নামে এক ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মসূত্রে আমেরিকায় বসবাস করতেন ২৭ বছর বয়সী নিকিতা। গত ৩ জানুয়ারি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, যে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটির মালিক নিকিতার সাবেক প্রেমিক অর্জুন শর্মা। তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিকিতা যুক্তরাষ্ট্রে ডাটা ও স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন এবং হাওয়ার্ড কাউন্টির এলিয়ট সিটিতে বসবাস করতেন।

গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিকিতা। স্থানীয় পুলিশ সূত্র জানায়, তার নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন সাবেক প্রেমিক অর্জুন শর্মা। গত ২ জানুয়ারি তিনি নিজে থানায় গিয়ে নিখোঁজের রিপোর্ট দায়ের করেন। সে সময় তিনি পুলিশকে জানান, মেরিল্যান্ড সিটির নিজের বাড়িতে নিকিতাকে সর্বশেষ দেখেছিলেন তিনি।

পুলিশের তথ্যমতে, নিখোঁজ ডায়েরি করার পরপরই দেশ ছাড়েন অর্জুন শর্মা। তদন্তে জানা গেছে, তিনি ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারীরা ৩ জানুয়ারি অর্জুন শর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে নিকিতার মরদেহ উদ্ধার করেন। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিকিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ আরও ধারণা করছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটার কিছু পর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনার পর যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও সার্বিকভাবে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেমিকের বাসায় মিলল ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত লাশ

সর্বশেষ আপডেট ০১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

 সাবেক প্রেমিকের বাড়ি থেকে নিকিতা গোডিশালা নামে এক ভারতীয় তরুণীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মসূত্রে আমেরিকায় বসবাস করতেন ২৭ বছর বয়সী নিকিতা। গত ৩ জানুয়ারি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, যে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটির মালিক নিকিতার সাবেক প্রেমিক অর্জুন শর্মা। তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিকিতা যুক্তরাষ্ট্রে ডাটা ও স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলেন এবং হাওয়ার্ড কাউন্টির এলিয়ট সিটিতে বসবাস করতেন।

গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন নিকিতা। স্থানীয় পুলিশ সূত্র জানায়, তার নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন সাবেক প্রেমিক অর্জুন শর্মা। গত ২ জানুয়ারি তিনি নিজে থানায় গিয়ে নিখোঁজের রিপোর্ট দায়ের করেন। সে সময় তিনি পুলিশকে জানান, মেরিল্যান্ড সিটির নিজের বাড়িতে নিকিতাকে সর্বশেষ দেখেছিলেন তিনি।

পুলিশের তথ্যমতে, নিখোঁজ ডায়েরি করার পরপরই দেশ ছাড়েন অর্জুন শর্মা। তদন্তে জানা গেছে, তিনি ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারীরা ৩ জানুয়ারি অর্জুন শর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে নিকিতার মরদেহ উদ্ধার করেন। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিকিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ আরও ধারণা করছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটার কিছু পর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ঘটনার পর যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও সার্বিকভাবে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।