ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 34

এল পালিটো তেল শোধনাগার 21 ডিসেম্বর, 2025-এ ভেনেজুয়েলার পুয়ের্তো ক্যাবেলোতে কাজ করে। মাতিয়াস ডেলাক্রোইক্স/এপি

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের আনুষ্ঠানিক বাণিজ্য শুরু করেছে। ইতোমধ্যে প্রথম চালানের তেল বিক্রি হয়ে গেছে ৫০ কোটি ডলারে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিএনএনের খবরে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে, মাদুরো দম্পতির বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগে বিচার চলবে।

তাদের আটক হওয়ার তিন দিন পর, ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলার তেল আমদানি শুরু হচ্ছে। প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল এসেছে যুক্তরাষ্ট্রে। তা বিক্রি হয়েছে ৫০ কোটি ডলারে।

এরপর ৯ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই ১০০ ডলারের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ আপডেট ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের আনুষ্ঠানিক বাণিজ্য শুরু করেছে। ইতোমধ্যে প্রথম চালানের তেল বিক্রি হয়ে গেছে ৫০ কোটি ডলারে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিএনএনের খবরে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। মার্কিন প্রশাসনসূত্রে জানা গেছে, মাদুরো দম্পতির বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগে বিচার চলবে।

তাদের আটক হওয়ার তিন দিন পর, ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলার তেল আমদানি শুরু হচ্ছে। প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল এসেছে যুক্তরাষ্ট্রে। তা বিক্রি হয়েছে ৫০ কোটি ডলারে।

এরপর ৯ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই ১০০ ডলারের বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে।