যশোরের অভয়নগরে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী আটক
- সর্বশেষ আপডেট ০৯:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 49
যশোরের অভয়নগরে পিস্তল গুলিসহ রাকিবুল সরদার( ২৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। আজ শনিবার ভোররাতে নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। আটক রাকিবুল সরদার ওই এলাকার লুৎফর রহমান সরদারের ছেলে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম রাকিবুল সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তার স্বীকারোক্তিমতে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের গুলির খোসা, ৯টি পিস্তলের গুলির খোসা, একটি শর্টগান ব্যারেল, এক রাউন্ড শর্টগানের গুলি, ৪টি চাকু, একটি কুড়াল উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ৩টি পাসপোর্ট ২টি স্মার্ট ফোন, ১৩টি আইডি কার্ড, ৬টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং ৩পিস ইয়াবা সেবনের কাঠি জব্দ করা হয়েছে।
ওসি আরো জানান, এঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
















