ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৭:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 197

যশোরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

যশোরে দিনদুপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’-এর ৫৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চারজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও অ্যাকাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম একটি প্রাইভেটকারে করে যশোর থেকে মণিরামপুর উপজেলা অফিসে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে নেমে পড়ে।
রবিউল ইসলাম আরও জানান, চালক দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মোটরসাইকেলটি গাড়ির সামনে পড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর চারজন দুর্বৃত্ত গাড়ির জানালা ভেঙে ধারালো অস্ত্র দেখিয়ে ও তাদের আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

ওসি বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

সর্বশেষ আপডেট ০৭:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

যশোরে দিনদুপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’-এর ৫৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চারজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও অ্যাকাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম একটি প্রাইভেটকারে করে যশোর থেকে মণিরামপুর উপজেলা অফিসে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে নেমে পড়ে।
রবিউল ইসলাম আরও জানান, চালক দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মোটরসাইকেলটি গাড়ির সামনে পড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর চারজন দুর্বৃত্ত গাড়ির জানালা ভেঙে ধারালো অস্ত্র দেখিয়ে ও তাদের আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

ওসি বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।”