যশোরে ধর্ষণের শিকার শিশুর পাশে বিএনপি নেতারা
- সর্বশেষ আপডেট ০৫:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 127
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার সাত বছরের এক শিশুর চিকিৎসা ও সার্বিক খোঁজখবর নিতে যশোর জেনারেল হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় নেতারা। সোমবার (১৬ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে নেতারা শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং আইনি ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় সবধরনের সহায়তার আশ্বাস দেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের সমন্বয়ক ডা. রফিকুল ইসলাম বলেন, “সারা দেশে শিশু নির্যাতনের এক লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তি এবং ভুক্তভোগীদের সহায়তায় আমরা কাজ করছি।”
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “আমরা শিশুটির পাশে আছি এবং পুনর্বাসন পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”
এ সময় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি আর্থিক সহায়তার খাম শিশুটির মায়ের হাতে তুলে দেন। সহায়তা পেয়ে শিশুর মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নাজড়িত কণ্ঠে অভিযুক্ত মিজানুর রহমানের ফাঁসির দাবি জানান।
বিএনপি নেতারা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানান এবং সকল ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।


































