ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মানবিক দৃষ্টান্ত, পুত্রসন্তান জন্ম

যশোরে এইচআইভি পজিটিভ অন্তঃসত্ত্বা নারীর সফল অস্ত্রোপচার

শামীম রেজা, যশোর
  • সর্বশেষ আপডেট ১২:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 513

এইচআইভি পজিটিভ অন্তঃসত্ত্বা নারীর সফল অস্ত্রোপচার

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইচআইভি পজিটিভ এক অন্তঃসত্ত্বা নারীর সিজারিয়ানের মাধ্যমে সফলভাবে একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন তারা।

পরিবারের সূত্রে জানা গেছে, ২০১৮ সালে যশোরের মনিরামপুর উপজেলার ওই নারীর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। সে সময় শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর জানা যায়, তিনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত। এরপর থেকে তিনি গোপনে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।

গর্ভাবস্থায় ছয় মাস পূর্ণ হওয়ার পর পরীক্ষায় জানা যায়, তার অস্ত্রোপচার প্রয়োজন। তবে এইচআইভি আক্রান্ত রোগীর অস্ত্রোপচার করলে অপারেশন থিয়েটার কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়—এই নিয়মের কারণে চিকিৎসকদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। আর্থিক অস্বচ্ছলতার কারণে তাকে অন্য কোনো বিশেষায়িত হাসপাতালে পাঠানোও সম্ভব হয়নি।

যশোর জেনারেল হাসপাতাল
যশোর জেনারেল হাসপাতাল

এ অবস্থায় ঝুঁকি থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসকরা। বিশেষজ্ঞ ডা. জেসমিন সুলতানার নেতৃত্বে সাত সদস্যের একটি চিকিৎসক দল রবিবার সকাল ১০টায় অস্ত্রোপচার শুরু করে এবং দুপুর ১২টায় সফলভাবে তা সম্পন্ন করেন।

নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ রোধে অপারেশন থিয়েটার দুই দিন বন্ধ রাখা হবে এবং এরপর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সব কার্যক্রম চালানো হবে।

এটি যশোর জেনারেল হাসপাতালে এইচআইভি আক্রান্ত রোগীর দ্বিতীয় অস্ত্রোপচার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মানবিক মূল্যবোধ ও চিকিৎসা নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ঘটনাটি প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মানবিক দৃষ্টান্ত, পুত্রসন্তান জন্ম

যশোরে এইচআইভি পজিটিভ অন্তঃসত্ত্বা নারীর সফল অস্ত্রোপচার

সর্বশেষ আপডেট ১২:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইচআইভি পজিটিভ এক অন্তঃসত্ত্বা নারীর সিজারিয়ানের মাধ্যমে সফলভাবে একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন তারা।

পরিবারের সূত্রে জানা গেছে, ২০১৮ সালে যশোরের মনিরামপুর উপজেলার ওই নারীর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। সে সময় শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা নেওয়ার পর জানা যায়, তিনি এইচআইভি ভাইরাসে আক্রান্ত। এরপর থেকে তিনি গোপনে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।

গর্ভাবস্থায় ছয় মাস পূর্ণ হওয়ার পর পরীক্ষায় জানা যায়, তার অস্ত্রোপচার প্রয়োজন। তবে এইচআইভি আক্রান্ত রোগীর অস্ত্রোপচার করলে অপারেশন থিয়েটার কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়—এই নিয়মের কারণে চিকিৎসকদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। আর্থিক অস্বচ্ছলতার কারণে তাকে অন্য কোনো বিশেষায়িত হাসপাতালে পাঠানোও সম্ভব হয়নি।

যশোর জেনারেল হাসপাতাল
যশোর জেনারেল হাসপাতাল

এ অবস্থায় ঝুঁকি থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসকরা। বিশেষজ্ঞ ডা. জেসমিন সুলতানার নেতৃত্বে সাত সদস্যের একটি চিকিৎসক দল রবিবার সকাল ১০টায় অস্ত্রোপচার শুরু করে এবং দুপুর ১২টায় সফলভাবে তা সম্পন্ন করেন।

নবজাতক ও মাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ রোধে অপারেশন থিয়েটার দুই দিন বন্ধ রাখা হবে এবং এরপর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সব কার্যক্রম চালানো হবে।

এটি যশোর জেনারেল হাসপাতালে এইচআইভি আক্রান্ত রোগীর দ্বিতীয় অস্ত্রোপচার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মানবিক মূল্যবোধ ও চিকিৎসা নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ঘটনাটি প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র।