ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে আলমসাধু ডোবায় পড়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 108

যশোরে আলমসাধু ডোবায় পড়ে চালকের মৃত্যু

যশোরের বাঘারপাড়া সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার বামনহাটিতে আলমসাধু দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাহফুজ (২০)। তিনি মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা নাজমুল জানান, আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় চালক মাহফুজ মাথা ও মুখে গুরুতর আঘাত পান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গা বাজারে নিয়ে আসেন। পরে মাহফুজকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর আহতকে শালিখা হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালেই আলমসাধু নিয়ে বের হন মাহফুজ। বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি অবিবাহিত ছিলেন এবং বাবা-মায়ের একমাত্র সন্তান।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিয়াতুল জান্নাত নূর জানান, “বেলা ১১টার কিছু সময় পর গুরুতর আহত অবস্থায় মাহফুজকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।”

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে আলমসাধু ডোবায় পড়ে চালকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

যশোরের বাঘারপাড়া সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার বামনহাটিতে আলমসাধু দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাহফুজ (২০)। তিনি মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা নাজমুল জানান, আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় চালক মাহফুজ মাথা ও মুখে গুরুতর আঘাত পান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গা বাজারে নিয়ে আসেন। পরে মাহফুজকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর আহতকে শালিখা হাসপাতালে পাঠানো হয়।

নিহতের চাচা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সকালেই আলমসাধু নিয়ে বের হন মাহফুজ। বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি অবিবাহিত ছিলেন এবং বাবা-মায়ের একমাত্র সন্তান।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিয়াতুল জান্নাত নূর জানান, “বেলা ১১টার কিছু সময় পর গুরুতর আহত অবস্থায় মাহফুজকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছেন।”

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।