চাকরিচ্যুত বিডিআরদের
যমুনা যাত্রা ভেসে গেল জলকামানে
- সর্বশেষ আপডেট ০৫:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 389
তিন দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার সময় রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে চাকরিচ্যুত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র উদ্দেশে রওনা দিলে কাকরাইলে পুলিশি বাধার মুখে পড়েন। দুপুর সোয়া ১২টার দিকে বারবার সর্তকবার পরও তারা সরে না যাওয়ায় পুলিশ প্রথমে জলকামান, পরে অন্তত ছয়টি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
এর আগে সকাল থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান নেন। বেলা ১১টার পর যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে তারা মৎস্য ভবন এলাকায় প্রথম বাধার মুখে পড়েন। তবে পিছু না হটে কাকরাইল মোড়ে অবস্থান নেন এবং কর্মসূচি চালিয়ে যান।
বিক্ষোভকারীদের অভিযোগ, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পর বিনা বিচারে তাদের চাকরিচ্যুত করা হয়। তারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকার তাদের দাবি উপেক্ষা করেছে। ফলে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
অবস্থান কর্মসূচির সময় পুলিশ ঘোষণা দেয়, ১০ মিনিটের মধ্যে এলাকা না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণা শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এই ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল কাকরাইল ও যমুনা এলাকায়। তবে আটককৃতদের সংখ্যা বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।


































