ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল কেনার প্রলোভনে তরুণকে অপহরণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবদেক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ১২:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 77

টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেপ্তার তিন আসামি। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় মোটরসাইকেল কেনার প্রলোভনে ডেকে এক তরুণকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল (৩৮), রাকিবুল (২৭) ও সোহাগ (২০)।

ভুক্তভোগী সাইদুল ইসলাম পাপ্পু জানান, ফেসবুকে মোটরসাইকেল বিক্রির একটি বিজ্ঞাপন দেখে তিনি আগ্রহ প্রকাশ করেন। এরপর গত ১ অক্টোবর বিকেলে মোটরসাইকেল দেখার কথা বলে দত্তপাড়া এলাকায় তাকে ডেকে নেয় অভিযুক্তরা। বন্ধু রাজীবকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে তারা ফাঁদে পড়ে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা তাদের একটি গলিতে নিয়ে গিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্রের মুখে দুই লাখ টাকা দাবি করে। ভয়ে সাইদুল মোটরসাইকেল কেনার জন্য আনা এক লাখ বিশ হাজার টাকা সঙ্গে সঙ্গেই তাদের হাতে তুলে দেন। এরপরও তারা আরও ৮০ হাজার টাকা দাবি করে। ভুক্তভোগীরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা রাজীবের স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহতরা স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা নেন এবং থানায় খবর দেন।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বায়জিদ নেয়াজ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ‘এই চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষকে ডেকে এনে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোটরসাইকেল কেনার প্রলোভনে তরুণকে অপহরণ, গ্রেপ্তার ৩

সর্বশেষ আপডেট ১২:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় মোটরসাইকেল কেনার প্রলোভনে ডেকে এক তরুণকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল (৩৮), রাকিবুল (২৭) ও সোহাগ (২০)।

ভুক্তভোগী সাইদুল ইসলাম পাপ্পু জানান, ফেসবুকে মোটরসাইকেল বিক্রির একটি বিজ্ঞাপন দেখে তিনি আগ্রহ প্রকাশ করেন। এরপর গত ১ অক্টোবর বিকেলে মোটরসাইকেল দেখার কথা বলে দত্তপাড়া এলাকায় তাকে ডেকে নেয় অভিযুক্তরা। বন্ধু রাজীবকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে তারা ফাঁদে পড়ে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা তাদের একটি গলিতে নিয়ে গিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্রের মুখে দুই লাখ টাকা দাবি করে। ভয়ে সাইদুল মোটরসাইকেল কেনার জন্য আনা এক লাখ বিশ হাজার টাকা সঙ্গে সঙ্গেই তাদের হাতে তুলে দেন। এরপরও তারা আরও ৮০ হাজার টাকা দাবি করে। ভুক্তভোগীরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা রাজীবের স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহতরা স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা নেন এবং থানায় খবর দেন।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বায়জিদ নেয়াজ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ‘এই চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মানুষকে ডেকে এনে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’