মোংলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- সর্বশেষ আপডেট ০২:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 342
মোংলা থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বুড়িরডাঙ্গা ইউনিয়নের হেমায়েত চৌধুরীর ছেলে রবিউল ইসলাম চৌধুরী (৩৪)। শুক্রবার দিনগত রাত (২৮ জুন) আনুমানিক ২টায় তাকে আটক করা হয়।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শেখ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গভীর রাতে বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ নম্বর মদিনা আবাসিক এলাকায় মোংলা থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম চৌধুরীর নিজ বসতঘর থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোংলা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের যেকোনো ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানার এ কর্মকর্তা।

































