ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তির পর ফের অপরাধে টগর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 77

মুক্তির পর ফের অপরাধে টগর

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগর অস্ত্র বাণিজ্যে জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৩ তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে টগর রাজধানীতে এনে সরবরাহ করতেন। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার, ম্যাগাজিন, কাঠের গ্রিপ, ১৫৫ রাউন্ড গুলি, একটি মিসফায়ার গুলি, শর্টগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, “অস্ত্র উদ্ধারের সূত্র ধরে টগরকে ধরা হয়। পরে জানা যায়, তিনি সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুসরণ করে আরও অভিযান চলছে।”

টগরের বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মুগদা থানায় মাদকের মামলাও আছে। র‍্যাব মনে করছে, তার কাছে আরও অস্ত্রের তথ্য রয়েছে এবং যাদের কাছে তিনি অস্ত্র সরবরাহ করেছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০০২ সালের জুনে বুয়েটে দরপত্র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সনি নিহত হন। এ ঘটনায় টগরসহ তিনজনকে আদালত মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্ট তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। টগর কারাগারে থেকে ২০২০ সালের আগস্টে মুক্তি পান। তবে মুক্তির পর ফের অস্ত্র ব্যবসায় যুক্ত হওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে র‍্যাব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুক্তির পর ফের অপরাধে টগর

সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগর অস্ত্র বাণিজ্যে জড়িয়ে পড়েছেন বলে জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৩ তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে টগর রাজধানীতে এনে সরবরাহ করতেন। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার, ম্যাগাজিন, কাঠের গ্রিপ, ১৫৫ রাউন্ড গুলি, একটি মিসফায়ার গুলি, শর্টগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, “অস্ত্র উদ্ধারের সূত্র ধরে টগরকে ধরা হয়। পরে জানা যায়, তিনি সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুসরণ করে আরও অভিযান চলছে।”

টগরের বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মুগদা থানায় মাদকের মামলাও আছে। র‍্যাব মনে করছে, তার কাছে আরও অস্ত্রের তথ্য রয়েছে এবং যাদের কাছে তিনি অস্ত্র সরবরাহ করেছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০০২ সালের জুনে বুয়েটে দরপত্র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সনি নিহত হন। এ ঘটনায় টগরসহ তিনজনকে আদালত মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্ট তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। টগর কারাগারে থেকে ২০২০ সালের আগস্টে মুক্তি পান। তবে মুক্তির পর ফের অস্ত্র ব্যবসায় যুক্ত হওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে র‍্যাব।