‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুট জিতলেন মিথিলা
- সর্বশেষ আপডেট ০৪:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 170
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা জয় করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ এর খেতাব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে অনুষ্ঠিত জমকালো আয়োজনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
আগামী নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, মিস ইউনিভার্স কেবল সৌন্দর্য নয়, বরং এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও উদ্দেশ্যের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশকে এখানে তুলে ধরতে পারা গর্বের বিষয়।
এর আগে ২০২০ সালেও জাতীয় পর্যায়ে মুকুট জিতেছিলেন মিথিলা। তবে কোভিড-১৯ মহামারির কারণে আন্তর্জাতিক মঞ্চে যেতে পারেননি। এ বছর দ্বিতীয়বারের মতো এই সাফল্য অর্জন করলেন তিনি।
জয়ের পর মিথিলা তার আবেগঘন বক্তব্যে খেতাবটি মায়ের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, আজ আমি যা কিছু, তা মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন সবসময়।
আন্তর্জাতিক আসরের প্রস্তুতি নিয়ে মিথিলা বলেন, আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা ও সাহসের সঙ্গে দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম এ খেতাব জয় করেছিলেন।
































