মালির সাত শহরে জঙ্গি গোষ্ঠীর হামলা
- সর্বশেষ আপডেট ০৭:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / 195
পশ্চিম আফ্রিকার মালিতে ইসলামি জঙ্গি গোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) একযোগে হামলা চালিয়েছে সাতটি গুরুত্বপূর্ণ শহরে। এ শহরগুলো হলো: নিয়োনো, মলোদো, সান্ডারে, নিয়রো দ্যু সাহেল, ডিবলি, গোগুই এবং কায়েস।
মঙ্গলবার (১ জুলাই) মালির সেনাবাহিনী বরাত দিয়ে এসব হামলার কথা জানিয়েছে ওয়ার ইনটেলের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)।
এই এলাকাগুলো কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে ডিবলি এবং গোগুই দেশের সীমান্তবর্তী এলাকা—যেখানে মালির আন্তর্জাতিক বাণিজ্য ও চলাচল কেন্দ্র অবস্থিত। অন্যদিকে কায়েস পশ্চিম মালি অঞ্চলের একটি প্রধান প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র।
মালির সেনাবাহিনী এক বিবৃতিতে এসব হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, প্রতিটি এলাকাতেই হামলার ঘটনা ঘটেছে এবং কোথাও কোথাও সরকারি স্থাপনায় হামলা, গোলাগুলি ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
জেএনআইএম, যেটি আল-কায়েদার সহায়ক সংগঠন হিসেবে পরিচিত, এর আগেও মালির মধ্য ও উত্তরাঞ্চলে সশস্ত্র তৎপরতা চালালেও এবার তারা পশ্চিমাঞ্চলের গভীরে একযোগে হামলা চালিয়ে শক্তির নতুন প্রদর্শন ঘটিয়েছে। বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু মালির সার্বভৌমত্ব নয়, বরং গোটা সাহেল অঞ্চলের স্থিতিশীলতার ওপর বড় ধরনের হুমকি তৈরি করছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এই হামলা পশ্চিম মালিতে জঙ্গিদের সাংগঠনিক সক্ষমতা ও গোয়েন্দা দুর্বলতার ইঙ্গিত দেয় বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
































