ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
অবৈধ প্রবেশের চেষ্টা

মালয়েশিয়ায় বিমানবন্দর থেকেই ফেরত ২৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, মালয়েশিয়া
  • সর্বশেষ আপডেট ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 128

বাংলাদেশি ফেরত (আগের ছবি)

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (এসিএপিএস) জানিয়েছে, ওই ব্যক্তিরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এসিএপিএস আগে থেকেই জানতে পারে যে মঙ্গলবার (৫ আগস্ট) দুটি পৃথক ফ্লাইটে এই বাংলাদেশিরা মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করবেন। ধারণা করা হচ্ছিল, কয়েকটি মানবপাচার সিন্ডিকেট তাদের সহায়তা করছে।

ফ্লাইট কুয়ালালামপুরে অবতরণের পর ইমিগ্রেশনে পৌঁছানোর আগেই তাদের শনাক্ত করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এসিএপিএস-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বুধবার (৬ আগস্ট) সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হন। মালয়েশিয়ায় প্রবেশের কারণ হিসেবে তাদের দেওয়া বক্তব্য ছিল অস্পষ্ট ও সন্দেহজনক।

পরে তাদের দ্রুততম সময়ে পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অবৈধ প্রবেশের চেষ্টা

মালয়েশিয়ায় বিমানবন্দর থেকেই ফেরত ২৬ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬ জন বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (এসিএপিএস) জানিয়েছে, ওই ব্যক্তিরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন।

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এসিএপিএস আগে থেকেই জানতে পারে যে মঙ্গলবার (৫ আগস্ট) দুটি পৃথক ফ্লাইটে এই বাংলাদেশিরা মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করবেন। ধারণা করা হচ্ছিল, কয়েকটি মানবপাচার সিন্ডিকেট তাদের সহায়তা করছে।

ফ্লাইট কুয়ালালামপুরে অবতরণের পর ইমিগ্রেশনে পৌঁছানোর আগেই তাদের শনাক্ত করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এসিএপিএস-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বুধবার (৬ আগস্ট) সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হন। মালয়েশিয়ায় প্রবেশের কারণ হিসেবে তাদের দেওয়া বক্তব্য ছিল অস্পষ্ট ও সন্দেহজনক।

পরে তাদের দ্রুততম সময়ে পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।