ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 104

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অভিবাসন দপ্তরের বিশেষ অভিযানে মোট ৬০ জনকে তল্লাশি করা হয়েছে। যার মধ্যে ৩১ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা ওয়ান মোহাম্মদ সাউপি।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১১ জন বাংলাদেশি নাগরিক। এ ছাড়া ভারত থেকে ৮ জন, পাকিস্তান থেকে ৭ জন, ইন্দোনেশিয়া থেকে ৩ জন এবং সুদান ও ফিলিপাইনের একজন করে নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৩ জন নারী।

ওয়ান মোহাম্মদ সাউপি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে অতিরিক্ত মেয়াদ থাকার (ওভারস্টে) অভিযোগে আটক করা হয়েছে। বাকি সবাইকে বৈধ পাস বা পারমিট না থাকার অভিযোগে তদন্ত করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অভিবাসন দপ্তরের বিশেষ অভিযানে মোট ৬০ জনকে তল্লাশি করা হয়েছে। যার মধ্যে ৩১ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা ওয়ান মোহাম্মদ সাউপি।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১১ জন বাংলাদেশি নাগরিক। এ ছাড়া ভারত থেকে ৮ জন, পাকিস্তান থেকে ৭ জন, ইন্দোনেশিয়া থেকে ৩ জন এবং সুদান ও ফিলিপাইনের একজন করে নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৩ জন নারী।

ওয়ান মোহাম্মদ সাউপি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে অতিরিক্ত মেয়াদ থাকার (ওভারস্টে) অভিযোগে আটক করা হয়েছে। বাকি সবাইকে বৈধ পাস বা পারমিট না থাকার অভিযোগে তদন্ত করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।