ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম দুই দেশে এআই চ্যাটবট ‘গ্রোক’ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 50

গ্রোক এআই

মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রোক’ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। অশ্লীল এবং যৌন উত্তেজক ডিপফেক ছবি তৈরি করার সম্ভাবনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একই সঙ্গে দুটি দেশে প্রথমবারের মতো ঘটল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুটি দেশ জানিয়েছে, গ্রোক নারী ও শিশুদের নিয়ে অবৈধ ও পর্নোগ্রাফিক ছবি তৈরিতে ব্যবহার করা যেতে পারে। রোববার (১১ জানুয়ারি) মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন জানান, বছরের শুরুতেই তারা এক্স প্ল্যাটফর্মকে কঠোর পদক্ষেপ নেওয়ার নোটিশ পাঠিয়েছিল, কারণ গ্রোক বারবার ক্ষতিকর কনটেন্ট তৈরিতে ব্যবহার হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাস্কের এক্স প্ল্যাটফর্মে থাকা এই এআই ব্যবহারকারীদের ছবি সম্পাদনা করে নগ্নরূপে প্রদর্শন করতে সক্ষম। একই সঙ্গে যুক্তরাজ্যেও গ্রোক নিষিদ্ধ করার দাবির চাপ বেড়ে গেছে। দেশটির প্রযুক্তিমন্ত্রী ইতিমধ্যে এই পদক্ষেপের সমর্থন জানিয়েছে, তবে মাস্ক এটিকে মতপ্রকাশের স্বাধীনতা হরণ হিসেবে দেখাচ্ছেন।

এদিকে, গ্রোক ব্যবহার করে অশ্লীল ছবি তৈরির বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বনেতারা তীব্র সমালোচনা করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এটিকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ হিসেবে অভিহিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুসলিম দুই দেশে এআই চ্যাটবট ‘গ্রোক’ নিষিদ্ধ

সর্বশেষ আপডেট ০৯:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রোক’ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। অশ্লীল এবং যৌন উত্তেজক ডিপফেক ছবি তৈরি করার সম্ভাবনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একই সঙ্গে দুটি দেশে প্রথমবারের মতো ঘটল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুটি দেশ জানিয়েছে, গ্রোক নারী ও শিশুদের নিয়ে অবৈধ ও পর্নোগ্রাফিক ছবি তৈরিতে ব্যবহার করা যেতে পারে। রোববার (১১ জানুয়ারি) মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন জানান, বছরের শুরুতেই তারা এক্স প্ল্যাটফর্মকে কঠোর পদক্ষেপ নেওয়ার নোটিশ পাঠিয়েছিল, কারণ গ্রোক বারবার ক্ষতিকর কনটেন্ট তৈরিতে ব্যবহার হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাস্কের এক্স প্ল্যাটফর্মে থাকা এই এআই ব্যবহারকারীদের ছবি সম্পাদনা করে নগ্নরূপে প্রদর্শন করতে সক্ষম। একই সঙ্গে যুক্তরাজ্যেও গ্রোক নিষিদ্ধ করার দাবির চাপ বেড়ে গেছে। দেশটির প্রযুক্তিমন্ত্রী ইতিমধ্যে এই পদক্ষেপের সমর্থন জানিয়েছে, তবে মাস্ক এটিকে মতপ্রকাশের স্বাধীনতা হরণ হিসেবে দেখাচ্ছেন।

এদিকে, গ্রোক ব্যবহার করে অশ্লীল ছবি তৈরির বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বনেতারা তীব্র সমালোচনা করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এটিকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ হিসেবে অভিহিত করেছেন।