ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন ভিসা না পেয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 96

মার্কিন ভিসা না পেয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

ভারতে এক নারী চিকিৎসক যুক্তরাষ্ট্রের ভিসা না পেয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ৩৮ বছর বয়সী ওই চিকিৎসক ভিসা প্রত্যাখ্যানের কারণে তীব্র হতাশায় ছিলেন এবং একপর্যায়ে নিজ অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা পরে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। এই তথ্য সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে গত শনিবার। পরিবারের সদস্যরা অন্য এলাকায় থাকায় দীর্ঘক্ষণ দরজায় নক করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পান।

প্রাথমিকভাবে গৃহকর্মী দরজায় নক করার মাধ্যমে বিষয়টি লক্ষ্য করেন এবং পরে পরিবারের সদস্যদের খবর দেন। পুলিশ জানায়, মৃত চিকিৎসকের নাম রোহিনী। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে তিনি ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজ নিয়েছেন বা নিজে কোনো ওষুধ ইনজেকশন দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সুইসাইড নোটে তিনি তার হতাশার কথা উল্লেখ করেছেন এবং মার্কিন ভিসা প্রত্যাখ্যানের বিষয়টিও উল্লেখ করা হয়েছিল। রোহিনির মা লক্ষ্মী জানান, তার মেয়ে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগের অপেক্ষায় ছিলেন। ভিসা না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েন।

রোহিনি হায়দরাবাদের পদ্মা রাও নগরে থাকতেন। তিনি ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ হতে চেয়েছিলেন। লক্ষ্মী জানান, “সে মেধাবী ছাত্রী ছিল। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত কিরগিজস্তানে এমবিবিএস করেছেন। তার পড়াশোনাও ভালো ছিল এবং ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন ছিল।”

মায়ের কথায়, তিনি মেয়েকে ভারতেই থেকে চিকিৎসা সেবায় যুক্ত হতে পরামর্শ দিয়েছিলেন, তবে রোহিনী যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন কারণ সেখানে রোগীর সংখ্যা কম, আয় বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসার অপেক্ষায় থাকা অবস্থায় তার হতাশা ও মানসিক চাপ আরও বেড়ে যায়। ভিসা না মেলায় মানসিকভাবে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিন ভিসা না পেয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

সর্বশেষ আপডেট ০৩:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ভারতে এক নারী চিকিৎসক যুক্তরাষ্ট্রের ভিসা না পেয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ৩৮ বছর বয়সী ওই চিকিৎসক ভিসা প্রত্যাখ্যানের কারণে তীব্র হতাশায় ছিলেন এবং একপর্যায়ে নিজ অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা পরে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। এই তথ্য সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে গত শনিবার। পরিবারের সদস্যরা অন্য এলাকায় থাকায় দীর্ঘক্ষণ দরজায় নক করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পান।

প্রাথমিকভাবে গৃহকর্মী দরজায় নক করার মাধ্যমে বিষয়টি লক্ষ্য করেন এবং পরে পরিবারের সদস্যদের খবর দেন। পুলিশ জানায়, মৃত চিকিৎসকের নাম রোহিনী। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে তিনি ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজ নিয়েছেন বা নিজে কোনো ওষুধ ইনজেকশন দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সুইসাইড নোটে তিনি তার হতাশার কথা উল্লেখ করেছেন এবং মার্কিন ভিসা প্রত্যাখ্যানের বিষয়টিও উল্লেখ করা হয়েছিল। রোহিনির মা লক্ষ্মী জানান, তার মেয়ে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগের অপেক্ষায় ছিলেন। ভিসা না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েন।

রোহিনি হায়দরাবাদের পদ্মা রাও নগরে থাকতেন। তিনি ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ হতে চেয়েছিলেন। লক্ষ্মী জানান, “সে মেধাবী ছাত্রী ছিল। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত কিরগিজস্তানে এমবিবিএস করেছেন। তার পড়াশোনাও ভালো ছিল এবং ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন ছিল।”

মায়ের কথায়, তিনি মেয়েকে ভারতেই থেকে চিকিৎসা সেবায় যুক্ত হতে পরামর্শ দিয়েছিলেন, তবে রোহিনী যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন কারণ সেখানে রোগীর সংখ্যা কম, আয় বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসার অপেক্ষায় থাকা অবস্থায় তার হতাশা ও মানসিক চাপ আরও বেড়ে যায়। ভিসা না মেলায় মানসিকভাবে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন।