মার্কিন নারীকে শ্লীলতাহানি: যুবকের ৭ বছরের কারাদণ্ড
- সর্বশেষ আপডেট ০৬:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 165
কক্সবাজারে এক মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় তারিকুল ইসলাম নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা পরিশোধ না করলে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজেরপাড়ার ফরিদুল আলমের ছেলে। তিনি এ মামলার একমাত্র আসামি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় তারিকুল আদালতে উপস্থিত ছিলেন।
ঘটনাটি ঘটে গত ১০ মার্চ সকালে। পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউস সড়কে হাঁটার সময় ওই মার্কিন নারী শ্লীলতাহানির শিকার হন। ঘটনার সময় তিনি চিৎকার শুরু করলে আসামি পালিয়ে যান। পরে ভুক্তভোগী নারী কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। তিনি স্বামীর সঙ্গে কক্সবাজার শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী সেখানে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি করেন।
ঘটনার দিনই পুলিশ অভিযান চালিয়ে তারিকুলকে গ্রেপ্তার করে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। এরপর ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন এবং ২১ মার্চ থেকে মামলার বিচারকাজ শুরু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান জানান, মঙ্গলবার সকালে আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


































