ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কা নয়, মানুষের সমর্থনই মুখ্য—রুমিন ফারহানা

রাজনীতি
  • সর্বশেষ আপডেট ০৭:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 84

রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তিনি যা বলেন, সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করেন। তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে নিজ এলাকার মানুষের মতামতের ওপর। জনগণ পাশে থাকলে দলীয় প্রতীক যাই হোক না কেন, সরাইল–আশুগঞ্জ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, প্রায় প্রতি সপ্তাহেই তিনি সরাইল ও আশুগঞ্জে আসেন এবং এই দুই উপজেলাকে নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে সরাইল ও আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, দেশের বেশিরভাগ আসনে যখন প্রার্থী ঘোষণা নিয়ে উৎসবমুখর পরিবেশ, তখন সরাইল–আশুগঞ্জের মানুষ এখনো জানেন না তাদের সম্ভাব্য সংসদ সদস্য কে হবেন—যা এই এলাকার জন্য হতাশাজনক। নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে তিনি কী করেছেন, তা মানুষই সবচেয়ে ভালো জানে। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করতেই তিনি রাজনীতিতে এসেছেন বলেও জানান।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় দশকে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরকার ২০২৬ সালে ভালো নির্বাচন দেওয়ার কথা বলছে—এই আশ্বাসে তিনি আস্থা রাখতে চান বলেও মন্তব্য করেন।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভোটার, প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। তবে রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এ আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কা নয়, মানুষের সমর্থনই মুখ্য—রুমিন ফারহানা

সর্বশেষ আপডেট ০৭:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তিনি যা বলেন, সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করেন। তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে নিজ এলাকার মানুষের মতামতের ওপর। জনগণ পাশে থাকলে দলীয় প্রতীক যাই হোক না কেন, সরাইল–আশুগঞ্জ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, প্রায় প্রতি সপ্তাহেই তিনি সরাইল ও আশুগঞ্জে আসেন এবং এই দুই উপজেলাকে নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে। নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে সরাইল ও আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, দেশের বেশিরভাগ আসনে যখন প্রার্থী ঘোষণা নিয়ে উৎসবমুখর পরিবেশ, তখন সরাইল–আশুগঞ্জের মানুষ এখনো জানেন না তাদের সম্ভাব্য সংসদ সদস্য কে হবেন—যা এই এলাকার জন্য হতাশাজনক। নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে তিনি কী করেছেন, তা মানুষই সবচেয়ে ভালো জানে। বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ করতেই তিনি রাজনীতিতে এসেছেন বলেও জানান।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় দশকে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরকার ২০২৬ সালে ভালো নির্বাচন দেওয়ার কথা বলছে—এই আশ্বাসে তিনি আস্থা রাখতে চান বলেও মন্তব্য করেন।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং ৫ আগস্টের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভোটার, প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। তবে রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এ আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।