ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মারুফার সুইং সামলানো নিয়ে চিন্তায় ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 87

মারুফা। ফাইল ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে নিগার সুলতানা-মারুফারা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রশংসা করলেন ইংল্যান্ড অলরাউন্ডার চার্লি ডিন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করেন পেসার মারুফা আক্তার। তার বোলিংয়ে মুগ্ধ হয়ে প্রশংসা করেছিলেন শ্রীলংকান লেজেন্ড লাসিথ মালিঙ্গাও।

সংবাদ সম্মেলনে ইংলিশ অলরাউন্ডার ডিন জানালেন মারুফার সুইংকে সামলানোর দিকে তাদের মনোযোগ থাকবে। তিনি বলেন, ‘আমরা মূলত মারুফার সুইং করা নতুন বলকে সামলানোর দিকে নজর দেব। এরপর স্পিনারদের বিরুদ্ধে নিজেদের সেট হয়ে লম্বা ইনিংস খেলার চেষ্টা করব।’

ইংলিশ এই অলরাউন্ডার জানালেন প্রথমে ব্যাট করলে পুরো পঞ্চাশ ওভার খেলতে চায় তারা। ‘যদি আমরা প্রথমে ব্যাট করি, তাহলে পুরো ৫০ ওভার ব্যাট করে বোর্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়াই আমাদের লক্ষ্য। তবে ক্রিকেট সবসময় পরিকল্পনা মতো হয় না। আমাদের শৃঙ্খলিত ও মনোযোগী থাকতে হবে এবং নিজেদের দক্ষতা বাড়িয়ে খেলতে হবে। আশা করি, আমরা ভালো পারফরম্যান্স দিতে পারব।’

বাংলাদেশের মত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় তারা।

ওয়ানডেতে ইংল্যান্ডের সাথে এখন পর্যন্ত একবার দেখা হয়েছে বাংলাদেশের। গত বিশ্বকাপে সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল বাংলাদেশ। ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মারুফার সুইং সামলানো নিয়ে চিন্তায় ইংল্যান্ড

সর্বশেষ আপডেট ০৪:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে নিগার সুলতানা-মারুফারা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রশংসা করলেন ইংল্যান্ড অলরাউন্ডার চার্লি ডিন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করেন পেসার মারুফা আক্তার। তার বোলিংয়ে মুগ্ধ হয়ে প্রশংসা করেছিলেন শ্রীলংকান লেজেন্ড লাসিথ মালিঙ্গাও।

সংবাদ সম্মেলনে ইংলিশ অলরাউন্ডার ডিন জানালেন মারুফার সুইংকে সামলানোর দিকে তাদের মনোযোগ থাকবে। তিনি বলেন, ‘আমরা মূলত মারুফার সুইং করা নতুন বলকে সামলানোর দিকে নজর দেব। এরপর স্পিনারদের বিরুদ্ধে নিজেদের সেট হয়ে লম্বা ইনিংস খেলার চেষ্টা করব।’

ইংলিশ এই অলরাউন্ডার জানালেন প্রথমে ব্যাট করলে পুরো পঞ্চাশ ওভার খেলতে চায় তারা। ‘যদি আমরা প্রথমে ব্যাট করি, তাহলে পুরো ৫০ ওভার ব্যাট করে বোর্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়াই আমাদের লক্ষ্য। তবে ক্রিকেট সবসময় পরিকল্পনা মতো হয় না। আমাদের শৃঙ্খলিত ও মনোযোগী থাকতে হবে এবং নিজেদের দক্ষতা বাড়িয়ে খেলতে হবে। আশা করি, আমরা ভালো পারফরম্যান্স দিতে পারব।’

বাংলাদেশের মত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় তারা।

ওয়ানডেতে ইংল্যান্ডের সাথে এখন পর্যন্ত একবার দেখা হয়েছে বাংলাদেশের। গত বিশ্বকাপে সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল বাংলাদেশ। ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।