মানুষ নয়, রোবটও ঠেকাতে পারল না রোনালদোর শট
- সর্বশেষ আপডেট ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 130
৪১-এর কড়া নাড়ানো বয়সে যেখানে বেশিরভাগ ফুটবলার অবসর নেন, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো এখনও দুর্দান্ত ছন্দে খেলছেন। শুধু মাঠ মাতাচ্ছেন না, নিজের দক্ষতায় নিয়মিতই সবাইকে চমকে দিচ্ছেন। ক্যারিয়ারে ইতোমধ্যে ৯৫৪ গোল করা এই পর্তুগিজ মহাতারকা এখনো হাজার গোলের স্বপ্নে ছুটছেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য বিশ্বসেরা গোলরক্ষককে পরাস্ত করেছেন, এবার তার প্রতিপক্ষ ছিল মানুষ নয়—এক ‘অপরাজেয়’ রোবট গোলরক্ষক।
আন্তর্জাতিক বিরতির সময় ইউটিউবার ও রোবট নির্মাতা মার্ক রোবার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা–নিয়ন্ত্রিত একটি গোলরক্ষকের মুখোমুখি হন রোনালদো। রোবার নিজের ভিডিওতে তাকে পরিচয় করিয়ে দেন ‘আমার অপরাজেয় রোবট’ নামে। ভিডিওতে দেখা যায়, প্রথমে রোবার মজা করে রোনালদোকে বলেন, “তুমি আমার বিরুদ্ধে গোল করতে পারবে না, ৫০ লাখ সাবস্ক্রাইবার বাজি!” এরপর যখন রোবার নিজেই গোলপোস্টে দাঁড়ান, রোনালদো সহজেই প্রতিটি শটেই তাঁকে পরাস্ত করেন।
এরপর রোবার জানান, আসল চ্যালেঞ্জটি রোবট গোলরক্ষকের বিপক্ষে। রোনালদো রোবটটি দেখে মন্তব্য করেন, “এটা তো আমার চেয়ে বড়!” রোবটটির বজ্রগতির নড়াচড়া দেখে তিনিও অবাক হন।
ম্যাচ শুরু হতেই দেখা যায় রোবটটির অসাধারণ প্রতিক্রিয়া। বক্সের বাইরে রাখা বল থেকে বাঁ পায়ে প্রথম শট নেন রোনালদো, যা রোবটটি ঠেকিয়ে দেয়। একের পর এক শক্তিশালী শটেও রোবট দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। এমনকি এক শটে রোবটটির ‘মুখে’ আঘাত লাগে, তবুও রোনালদো তাকে পরাস্ত করতে পারেননি।
অবশেষে বাঁ পায়ের বদলে ডান পা ব্যবহার শুরু করেন তিনি। ডান দিকের টপ কর্নার লক্ষ্য করে নেওয়া এক জোরালো শটের মাধ্যমে রোবটের প্রতিরক্ষা ভেঙে দেন। সঙ্গে সঙ্গে মাঠে থাকা তাঁর সতীর্থরা দৌড়ে এসে রোনালদোর সঙ্গে উদযাপন করেন এই বিশেষ গোলটি।
রোনালদো কতবার চেষ্টা করে শেষ পর্যন্ত গোল করেছিলেন—ভিডিওতে তা উল্লেখ করা হয়নি। তবে ৪০ পেরিয়ে রোবটের বিরুদ্ধেও তার এই গোল প্রমাণ করে, ক্রিস্টিয়ানো রোনালদো সত্যিই অন্য ধাতুর তৈরি এক ফুটবল জাদুকর।

































