ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তদের নির্বাচনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 108

উপদেষ্টা পরিষদের বৈঠক

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হওয়ার পর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং সরকারি চাকরি বা অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও অযোগ্য বলে বিবেচিত হবে। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন ধারা ২০সি যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। গত ১৩ মে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো কর্মসূচি, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, মিছিল; সমাবেশ আয়োজন নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সংগঠনের নেতা, কর্মী ও সদস্যদের জন্যও প্রযোজ্য হবে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সরকারের আদেশে কার্যক্রম স্থগিত হওয়া কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।

একই সভায় টেলিযোগাযোগ খাতে নতুন নীতি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রণীত ‘টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতি–২০২৫’ অনুমোদন পায়। এছাড়া ইন্টারনেট খরচ কমাতে স্যাটেলাইট সেবা প্রতিষ্ঠান স্টারলিংককে পরিকল্পনা দিতে বলা হয়েছে।

সভায় বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা অনুমোদন দেওয়া হয়। ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ জানান, নতুন নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোকে আগামী তিন বছরের মধ্যে তাদের অন্তত ১৫ শতাংশ মূলধন শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তদের নির্বাচনে নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট ০৫:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হওয়ার পর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং সরকারি চাকরি বা অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও অযোগ্য বলে বিবেচিত হবে। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন ধারা ২০সি যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। গত ১৩ মে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো কর্মসূচি, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, মিছিল; সমাবেশ আয়োজন নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সংগঠনের নেতা, কর্মী ও সদস্যদের জন্যও প্রযোজ্য হবে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সরকারের আদেশে কার্যক্রম স্থগিত হওয়া কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।

একই সভায় টেলিযোগাযোগ খাতে নতুন নীতি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রণীত ‘টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতি–২০২৫’ অনুমোদন পায়। এছাড়া ইন্টারনেট খরচ কমাতে স্যাটেলাইট সেবা প্রতিষ্ঠান স্টারলিংককে পরিকল্পনা দিতে বলা হয়েছে।

সভায় বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের নীতিমালা অনুমোদন দেওয়া হয়। ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ জানান, নতুন নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোকে আগামী তিন বছরের মধ্যে তাদের অন্তত ১৫ শতাংশ মূলধন শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে।